মামার বাড়িতে ঘুরতে এসে জঙ্গি সন্দেহে স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর হাতে গ্রেফতার হল এক যুবক। হুগলি জেলার দাদপুরের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, ওই অভিযুক্তের নাম নাসিমুদ্দিন সেখ। তার বাড়ি মুর্শিদাবাদে। কয়েকদিন আগে হুগলির দাদপুরে নিজের মামার বাড়িতে এসেছিলেন তিনি। তদন্ত অনুযায়ী, সে একবছর যাবৎ পালিয়ে বেড়াচ্ছিল। স্পেশাল টাস্ক ফোর্স (STF) গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে হুগলির দাদরা থেকে তাকে গ্রেফতার করে। অভিযুক্তের সঙ্গে কিছু নথিও উদ্ধার করা হয়। তার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, হুগলি।