মুখমন্ত্রীর উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই কামকুণ্ডুর রেলওয়ের উড়ালপুলে (Over Bridge) পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পৌঢ়র। তার নাম নিহত ব্যক্তির নাম তরুণ আদক (৫০) তার বাড়ি মধ্য হিজলা এলাকায়। পাশাপাশি এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন জসিমুদ্দিন। তার বাড়ি ডানকুনির মোল্লাবেড় এলাকায়।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী হুগলির কামারকুন্ডু রেলওয়ের উড়ালপুলে (Over Bridge) উদ্বোধন করেন। তিনি ফিরে যাওয়ার পর সর্বসাধারণের উদ্দেশে তা খুলে দেওয়া হয়। ওই রাতেই সংশ্লিষ্ট ব্রিজ-এ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে হতাহত হয়েছেন দু’জন।
এমন দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ দু’ই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্মরত চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। আরেক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ডানকুনির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
এমন দুর্ঘটনার খবর পেয়ে হতচকিত এলাকার মানুষ। তবে ওই ঘটনার পর সংশ্লিষ্ট উড়ালপুলের যান নিয়ন্ত্রণে নেমেছে সিঙ্গুর ট্রাফিক পুলিশ। পাশাপাশি দুর্ঘটনার কারন খতিয়ে দেখছে পুলিশ।