গঙ্গার পাড়ে এক যুবকের মৃতদেহ পরে থাকা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া বড়বাজার এলাকায় একটি বেসরকারি বিএড কলেজের পিছনে গঙ্গার পাড়ে। সেই মৃতদেহ পরে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ। তারা এসে মৃতদেহ উদ্ধার করে। সূত্রের খবর, অজ্ঞাত পরিচয়ের ওই যুবকটি ডেনিম জিন্স, সাদা টি-শার্ট এবং পায়ে কিটো পরা।
হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।