সিপিএম প্রার্থীর রক্তাক্তদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তার রক্তাপ্লুত দেহটি উদ্ধার করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে রেললাইনের পাশে। ভোটের আগে এমন ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, নিহত ওই সিপিএম প্রার্থীর নাম সুমিত্রা দাস। তিনি হুগলীর আরামবাগের গৌরহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটির ৮ নম্বর সংসদের সিপিএম প্রার্থী ছিলেন। এলাকারই ১০-১২ জনকে নিয়ে কাকদ্বীপে পুজো দিতে গিয়েছিলেন সুমিত্রাদেবী। এরপরই তাকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। তার পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খুন নাকি অন্য কোনও ঘটনা রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত ওই সিপিএম প্রার্থীর কয়েকজন ঘনিষ্ঠের দাবি, ব্যক্তিগত কারনে তাকে খুন করা হয়েছে।
উল্লেখ্য, সুমিত্রাদেবীর স্বামী উত্তম দাস বছর তিনেক আগে মারা যান। তার দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। তাকে বিয়ে করতে চাপ দেওয়া হলেও রাজি হননি তিনি। সেই বিষয়টি ফোন করে তিনি দলীয় নেতৃত্বকেও জানিয়েছিলেন। সোমবার দুপুরে একাই বাড়ির উদ্দেশে বেরিয়েছিলেন সুমিত্রাদেবী। এরপর বিকেলে বারুইপুর রেললাইনের ধারে তার মৃতদেহটি উদ্ধার হয়। চলন্ত রেলগাড়ির সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, হুগলি।