ত্রিশঙ্কু কানাইপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। শপথ গ্রহণ থেকে বেরিয়ে বিক্ষোভে বসে পড়ল বিজেপি। হুগলির কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের ৩০টি আসন। যার মধ্যে তৃণমূল পায় ১৪টি, বিজেপি পায় ৮টি, সিপিএম পায় ৫টি ও নির্দল জেতে ৩টি আসন। ৩০টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৬টি আসন প্রয়োজন ছিল। তৃণমূল সেই গরিষ্ঠতা না পেয়েও বোর্ড গঠন করে।প্রধান হন কনিকা ঘোষ উপ-প্রধান ভবেশ ঘোষ। সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও তৃণমূল জোর করে বোর্ড গঠন করেছে অভিযোগ তুলে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়ে বিজেপি নয়টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পাল্টা তৃণমূল কর্মীরাও বিজেপি-র বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। উত্তেজনা ছড়ালে উত্তরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়। এদিন শপথ অনুষ্ঠানে সিপিএম ও নির্দল সদস্যরা হাজির হননি।
হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।