Howrah : ব্রেক ফেল হওয়ায় সেতুতে বাস দুর্ঘটনা

আরও পড়ুন

মুখোমুখি দুই বাসের সংঘর্ষ, আহত প্রায় ১০ জন। বৃহস্পতিবার সকালে হাওড়া ব্রিজের ওপর এই পথ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । একটি বাসের চালক গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় যাওয়ায় স্টিয়ারিং-এই আটকে ছিলেন। তাকে পড়ে গ্যাস কাটার দিয়ে সামনের অংশ কেটে বাইরে বার করা হয়েছে।

সূত্রের খবর, ২৪বি কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল ও ৫৯ হাওড়া থেকে ধর্মতলা যাওয়ার সময়তেই দুর্ঘটনাটি ঘটে। দুটি বাসের মধ্যে একটি বাসের ব্রেক ফেল হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। ফলে, ব্রিজের ওপর অনেকক্ষণ ধরে যানজট হয়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ট্রাফিক পুলিশরা। করেন দিয়ে বাস দুটিকে সরানো হয়। সেখানে বাসের চালককে গুরুতর অবস্থায় পাওয়া যায়। তাকে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বাসের চালকের গুরুতর অবস্থা। বাস থেকে তাকে উদ্ধার করতে অনেক সমস্যা হয়। বাস দুটিকে কোনওরকমে সরিয়ে হাওড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক। তবে দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close