Hooghly : নদী ভাঙ্গন রুখতে কেএমডিএ-র দ্বারস্থ চুঁচুড়া পুরসভা

আরও পড়ুন

চুঁচুড়ার রূপনগর মাঠে গঙ্গার পাড়ে ধস শুরু হয়েছে। গত দু’দিন যাবত ভারী বৃষ্টির ফলে ধস নামে বলেও অনুমান। হুগলির চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় ও সদর মহকুমা শাসক সৈকত গঙ্গোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

সূত্রের খবর, রূপনগর মাঠে প্রেস ক্লাব-সহ কয়েকটি ফুটবল ক্লাব রয়েছে। স্থানীয় প্রেসক্লাব সম্পাদক মিলন শীল এবিষয়ে জানান, গঙ্গার পাড়ে হঠাৎ ধস নামে। পার্কের পাঁচিলের গায়ের মাটি সরে যায়। এরপর চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। চেয়ারম্যান ঘটনাস্থলে মহকুমা শাসক অমিত রায়কে নিয়ে এলে তিনি বলেন, প্রেসক্লাবের সামনে গঙ্গার পাড়ে ধ্বস নেমেছে। মাঠের অনেকটা অংশ গঙ্গায় তলিয়ে গেছে। মহকুমা শাসক সৈকত গঙ্গোপাধ্যায় সেচ দফতর এবং কেএমডিএ-কে বিষয়টি জানান। তার একটি ম্যাপ তৈরি করে ধস আটকানোর চেষ্টা করা হচ্ছে। এনিয়ে পরিবহন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম-এর সঙ্গে কথা হয়েছে বলেও জানা গেছে।

ফোর্টিন টাইমলাইন, চুঁচুড়া, হুগলি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close