মাত্র ৯ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক কম্পিউটার শিক্ষকের ওপর। এই ঘটনার খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ।
উত্তরপাড়া শ্রীরামপল্লির একটি আবাসনের বাসিন্দা সেই নয় বছরের নাবালিকা। আবাসনের নিচতলাতেই কম্পিউটার শিখত সে। কম্পিউটার শেখাত সুরজ শা নামের এক যুবক। সুরজ শা কলকাতা বালিগঞ্জের বাসিন্দা। তার দিদি-জামাইবাবু মাখলার আবাসনে থাকেন।
নাবালিকার মা জানান, আজ দুপুরে কম্পিউটার ক্লাস করার জন্য ডাকে সুরজ। তার দিদি জামাইবাবু সেই সময় ফ্ল্যাটে ছিলেন না। অভিযোগ, চারতলায় দিদির ফ্ল্যাটে নাবালিকাকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। দেরী হয়ে গেলেও বাড়ি ফিরছে না দেখে নাবালিকার দিদিমা তাকে খুঁজতে আসেন কম্পিটার ক্লাসে। সেখানে গিয়ে শোনেন ক্লাস হচ্ছে না। তখনই সেই নির্যাতিতা নাবালিকা কাঁদতে কাঁদতে নীচে নেমে আসে। এরপর, সব কথা সে তার পরিবারের সদস্যদের জানায়। উত্তরপাড়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে নির্যাতিতার মা অভিযোগ দায়ের করেন। পুলিশ পকসো (pocso) আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। অভিযুক্তের জামাইবাবু জানিয়েছেন যদি অভিযোগ সত্যি হয় তাহলে শাস্তি হওয়া উচিত সুরজের। বিষয়টি নিয়ে আন্দোলনে নেমেছে নারী কল্যাণ সমিতি।
হুগলীর শ্রীরামপুর থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা