Howrah : ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতীর হানা, মারধর করে লুঠপাট

আরও পড়ুন

শুক্রবার ভোরে এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতীদের হানা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের ড়গাছিয়া সকালবাজার এলাকায়। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ওই বাড়ির গৃহকর্তাকে বেধড়ক মারধর করে। তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তারা। ওই ব্যবসায়ীর সাত বছরের ছেলের মাথায় বন্ধুক ঠেকিয়ে সর্বস্ব লুঠ করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

সূত্রের খবর, শুক্রবার ভোররাতে আট থেকে দশ জন দুষ্কৃতী মুখে গামছা বেঁধে কাপড়ের ব্যবসায়ী সুজিত কাঁড়ারের বাড়িতে হানা দেয়। সেই সময় বাড়ির সবাই ঘুমোচ্ছিলেন। সুজিতবাবুর ঘরে ঢুকে তার মাথায় লোহার রড দিয়ে মারে দুষ্কৃতীরা। এরপর বেধড়ক মারধর করা হয় তাকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সুজিতবাবু।

জানা গেছে, স্বামীকে ওই দুষ্কৃতীদের হাতে মার খেতে দেখে ছেলেকে নিয়ে পালাতে যান তার স্ত্রী। কিন্তু আততায়ীরা তাদের পালতে গিয়ে ধরে ফেলেন। সুজিতবাবুর সাত বছরের ছেলে সৌমাল্যর মাথায় রিভলভার ঠেকিয়ে যাবতীয় টাকা গয়না বের করে দিতে বলে ডাকাতরা। সুজিতবাবুর স্ত্রীর গা থেকেও সোনার গয়না খুলে নেয় আততায়ীরা। ওই সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে আততায়ীরা। ডাকাতির খবর পেয়েই জগৎবল্লভপুর থানায় ফোন করা হলেও কেউ ফোন ধরেনি। এরপর ১০০ ডায়াল করে পুলিশ সুপারের নম্বর চেয়ে ফের ফোন করা হয়। সেখানে ডাকাতির কথা জানালে কিছুক্ষণ বাদে পুলিশ ঘটনাস্থলে আসে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে খবর।

ফোর্টিন টাইমলাইন, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close