Hooghly : কটূক্তি করা নিয়ে বিবাদ

আরও পড়ুন

কটূক্তি করা নিয়ে ধুন্ধুমার কান্ড। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার ৬ নং ওয়ার্ড এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগ রয়েছে, কিছু যুবক চুঁচুড়ার বিধায়ক এবং তাদের সব এবং মুখমন্ত্রীর সম্পর্কে কটূক্তি করে, এই নিয়েই ঘটনার সূত্রপাত এবং বচসা শুরু। জানা যায়, হাতাহাতিও হয়েছে তাদের ৬ নং ওয়ার্ড এ তৃণমূলের পার্টি অফিসের সামনে।

৬ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলার বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। কিন্তু, বিজেপির পক্ষ থেকে ঘটনাটিকে অস্বীকার করা হয়েছে। তারা তৃণমূলের অন্তরকলহ কেই দায়ী করছে এই ঘটনার জন্য। দুই বিধায়কের অন্তরকলহ কেই দিকেই নিশানা করছে বিজেপি। খবর পেয়ে, ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে আসে চুঁচুড়া থানার পুলিশ। বন্ধ করা হয়েছে তৃণমূল পার্টি অফিস।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close