খবরের কাগজ দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালেন চুচুঁড়ার দীপ্তরূপ ঘোষ। শিল্পী না হয়েও শিল্পকর্মের দ্বারা সুপ্ত প্রতিভা প্রকাশ করলেন দীপ্তরূপ।
সূত্রের খবর, দীপ্তরূপ কলেজের প্রথম বর্ষের ছাত্র। বাড়ি চুঁচুড়ার সত্যপীরতলায়। ছোট থেকেই লেখাপড়ার সঙ্গে শিল্পীসত্ত্বা ছিল দীপ্তরূপের। প্রতিবছরের মতো এবারেও শৈল্পিক রূপ দিয়ে সম্পূর্ণ খবরের কাগজ দিয়ে বাড়িতেই গড়লেন দুর্গা প্রতিমা। আর এই কাগজের প্রতিমাকেই রঙ দিয়ে সাজিয়ে রীতিমত নিজের পাড়া-সহ চুচুঁড়ায় আলোড়ন ফেলে দিয়েছেন। এবিষয়ে শিল্পী দীপ্তরূপ ঘোষ কি কি বলেছেন শুনবো-
উল্লেখ্য, ২৫ দিনের পরিশ্রমে কাগজ কেটে সূক্ষ্ম কাজের মধ্য দিয়ে সম্পূর্ণ প্রতিমার রূপ তুলে ধরেন তিনি। এই দুর্গা প্রতিমা গড়ে নিজেই পুজো করার কথাও জানান দীপ্তরূপ। সত্যপীরতলার ঘোষ বাড়ি তার তৈরি কাগজের প্রতিমাকে ঘিরে রীতিমতো উৎসবের রূপ নিয়েছে। এই কাগজের তৈরি দুর্গা প্রতিমাকে দেখতে তাদের আত্মীয়স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরা ভিড় জমাচ্ছেন। তার কাগজ দিয়ে প্রতিমা তৈরি শুরু হয়েছে আট বছর আগে থেকেই। শুধু দুর্গা নয়, জগদ্ধাত্রী, সরস্বতীর প্রতিমাও গড়ে পুজো করে থাকে দীপ্তরূপ।
দীপ্তরূপের বাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিমার সৌন্দর্য্যতা তুলে ধরতে শেষ টান দিতে এখন ব্যস্ত শিল্পী। সঙ্গে চলছে পুজো করার আয়োজন।
হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।