শনিবার সকালে কেওটা উজ্জ্বল সংঘের উদ্যোগে ৬৪ তম দুর্গা পুজো উপলক্ষে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনার কর্মসূচির মধ্যে দিয়ে দূর্গা পুজোর শুভ সূচনা হল। দীর্ঘ ৬য় কিলোমিটার সচেতনার জন্য দৌড়ালেন ক্লাব সদস্য থেকে সাধারণ মানুষ। সারা বছর কেওটা উজ্জ্বল সংঘ সামাজিক অনেক কর্মসূচি পালন করে।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার বিশিষ্ট সমাজসেবী ইন্দ্রজিৎ দত্ত পুরপ্রধান অমিত রায়।
ক্লাব সম্পাদক সুবীর দাস বলেন-পুজোর দিনগুলিতে আপনারা সবাই আমাদের মন্ডপ দেখতে আসুন। আমাদের এবছরের থিম ডাক বাক্সের গল্প।
ফোর্টিন টাইমলাইন, হুগলি।