বর্ধমানের পর হাওড়ার মালিঘড়া, বিষ মদে মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল আবগারি দফতরের পাশাপাশি পুলিশও। এবার হুগলির মগড়া থানার কলবাজার একালায় বুধবার সন্ধ্যায় পুলিশকে সঙ্গী করে রেড করে আবগারি দফতর।কলবাজার মূলত জুটমিল এলাকা এবং রেললাইন সংলগ্ন এলাকায়। সেখানে একাধিক মদের ঠেকে অভিযান চালিয়ে মজুত করা প্রচুর চোলাই নষ্ট করে। অসংখ্য দেশী ও বিলিতি মদের বোতল আটক করে। পুলিশ ঢোকার খবর পেয়ে ঠেক ছেড়ে গা ঢাকা দেয় ঠেক মালিকরা। বেশ কয়েকটি ঠেকে তালা ভেঙে ঢোকে পুলিশ ও আবগারি। আবগারির ডেপুটি এক্সসাইজ কালেকটর সংগ্রাম বিশ্বাস বলেন- আবগারির অভিযান চলছে। যারা মদ্যপ্রেমী তাদের সচেতন করা হচ্ছে। কোনও ঠেক বা বে-আইনি দোকান থেকে যেনও মদ না কেনে। পেটি পেটি মদ কি করে ঠেকগুলি পাচ্ছে সেটাই দেখা হচ্ছে।
ফোর্টিন টাইমলাইন, হুগলি।