কলের কাজ করার সময় মাথায় লোহার রড ঢুকে এপার ওপার হয়ে গেল তৃণমূল পঞ্চায়েত সদস্যের। আহত পঞ্চায়েত সদস্যের নাম চন্ডী রায়। তাঁর বাড়ি পান্ডুয়ার থৈপাড়া এলাকায়। ওই এলাকারই তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার পান্ডুয়ার সাতঘরিয়া এলাকায় একটি বাড়িতে ঘরের কাজ করছিলেন। সেই সময় উপর থেকে পড়ে যান চন্ডীবাবু। তার কপালে লোহার রড ঢুকে এপার ওপার হয়ে যায়। সঙ্গে সঙ্গেই তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Hooghly : মাথায় লোহার রড ঢুকে এপার ওপার
- Advertisement -