Hooghly : সচেতনতা দিবস পালিত হল রিষড়া স্টেশনে

আরও পড়ুন

জীবনের সময়ের থেকে দামী। আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতন বাড়াতে পূর্ব রেলের সংরক্ষা সংগঠনের পক্ষ থেকে রিষড়া স্টেশনে সচেতনতা দিবস পালিত হল। উপস্থিত ছিলেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ জৈন। রিষড়া স্টেশনের আপ লাইনের পাশের রাস্তা বরাবর বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। রেলের তরফে বার্তা দেওয়া হয়, লেভেল ক্রসিং এর গেট বন্ধ থাকলে কোনও ভাবেই রেললাইন পারাপার করা উচিত নয়। এদিন রিষড়া স্টেশন চত্বরে পথ নাটিকা করে সচেতন করা হয় রেলের তরফে। তবে সাধারন মানুষ জানিয়েছেন, এই একদিনের জন্য সচেতনতা দিবস করে লাভ হবে না। দুর্ঘটনা এড়াতে রেলের উচিত ব্যস্ততম লেভেল ক্রসিং তুলে দিয়ে উড়ালপুল অথবা আন্ডারপাস তৈরি করা উচিত। এদিন সচেতনতা দিবস চলাকালীন পুলিশের সামনে দিয়ে বন্ধ থাকা লেভেল ক্রসিং পার হয়ে যাতায়াত করতে দেখা গেছে বহু যাতয়াতকারীকে।

হুগলি থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close