শনিবার সকালে হুগলির চুঁচুড়ার শ্যামবাবুরঘাটের কাছে একটি বস্তি বাড়ির আলমারি খুলতেই বেরিয়ে আসে মায়ের গলিত মৃতদেহ।
সূত্রের খবর, মৃত ওই মহিলার নাম ভারতী ধাড়া। বয়স ৬৫ বছর। ভারতী এবং তাঁর স্বামী কাশীনাথ ধাড়া ওই বস্তিতে একটি বাড়িতে থাকতেন। তাদের ছেলেরা থাকেন আশপাশেই। গত ৮ ডিসেম্বর থেকে ভারতীর খোঁজ পাচ্ছিলেন না আশপাশের বাসিন্দা ও তার ছেলেরা। ভারতীর ছেলে বিশ্বনাথ ধাড়ার বক্তব্য- বাবার কাছে মায়ের খোঁজ জানতে চেয়ে কোনও সদুত্তর পাননি। কোথাও কোনও খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত শুক্রবার চুঁচুড়া থানায় মিসিং ডায়েরি করেন বলে জানান বিশ্বনাথ ধাড়া। শনিবার এক সাধুবাবার কথামত মায়ের খোঁজ পাওয়ার আশায় আলমারি থেকে কাপড় বের করতেই তার চক্ষু চড়কগাছ। আলমাড়ি থেকে গড়িয়ে পড়ে মায়ের নিথর দেহ। ভারতীর বউমা কাজল ধাড়া শ্বশুরের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। তিনি আরও জানান- শশুরমশাই তার শাশুড়িকে একদম সহ্য করতে পারতেন না। কয়েক দিন ধরে ঘর তালাবন্ধ করে রাখছিলেন তার শশুরমশাই। এই ঘটনার পর থেকেই নিখোঁজ ভারতীয় স্বামী কাশীনাথ।পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
ফোর্টিন টাইমলাইন, চুঁচুড়া, হুগলি।