শুক্রবার সকালে হুগলির দিল্লীরোড থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। মৃত যুবকের নাম রাজ কুমার সাউ, বয়স ২০ বছর। চাঁপদানী বিধানসভার এলাকার 3 নং ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দননগর কমিশনারেটের ভদ্রেশ্বর থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, গত তিনদিন ধরে নিখোঁজ ছিল রাজ কুমার। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। যুবকের মৃত্যুর খবর পেয়ে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। এই ঘটনায় এক যুবতী ও দুই যুবককে ভদ্রেশ্বর থানার পুলিশ আটক করে তদন্ত শুরু করেছে।
হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।