Hooghly: পোষ্যর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে কেয়ারটেকার পলাতক

আরও পড়ুন

পোষ্যের দেখাশোনার জন্য রাখা তত্ত্বাবধায়ক সঙ্গে প্রেম। শারীরিক সম্পর্কের পর পলাতক যুবক। অভিযোগ দায়েরের পরও নিরুত্তাপ তদন্তকারী পুলিশ অফিসার। বিচারের আশায় উচ্চপদস্থ পুলিশ কর্তার দ্বারস্থ মহিলা।

ঘটনাটি ঘটেছে চন্দননগর থানার বারাসত গেট এলাকায়। অভিযুক্ত যুবকের নাম শীতল দীপ জৈন। পুলিশ সূত্রে জানা যায়, মাস ছয়েক আগে বারাসত গেট এলাকার বছর ২৯-এর এক যুবতী বাড়িতে কুকুর দেখাশোনার জন্য ফেসবুক পেজে বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপন দেখেই বছর ২৫এর যুবক শীতল দীপ জৈন ওই যুবতীর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর বাড়ি উত্তরাখন্ডে বলে জানায়। শীতল বলে তাঁর মামাবাড়ি হুগলীর সাহাগঞ্জে। এবং তাঁর ভোটার কার্ডও পশ্চিমবঙ্গের।

সূত্রের খবর,কাজ পাকা হওয়ায় মহিলার বাড়িতে এসে ওঠে শীতল দীপ। কাজ করতে করতেই শীতল ওই যুবতী ও তাঁর মায়ের মন জয় করে নেয়। ইতিমধ্যে ভালোবাসা থেকে শারিরীক সম্পর্কও তৈরী হয় শীতল ও ওই মহিলার। মহিলা গর্ভে সন্তান চলে আসে। অভিযোগ প্রেগনেন্টের খবর জানানোর পরই শীতলের ব্যবহার খারাপ হওয়া শুরু হয়। এরপরেই মহিলার পায়ের ব্যাথার সুযোগ নিয়ে তাঁকে গর্ভ নিরোধোক ওষধ খাইয়ে দেয় শীতল। ফলে গর্ভেই সন্তান নষ্ট হয়। তারপর গত ৮ জুন বিকেল থেকে শীতলের আর কোন খোঁজ পায়নি মহিলা। অভিযোগ এরপর শীতলের মামা ও বাবা-মা মহিলার বাড়িতে এসে মহিলাকে মারধর করে বলেও অভিযোগ।

ইতিমধ্যেই এ বিষয়ে চন্দননগর থানায় ওই মহিলা অভিযোগ দায়ের করেন। অভিযোগ চন্দননগর থানার তদন্তকারী অফিসারের কাছ থেকে কোন সহযোগিতা পায়নি মহিলা বলে অভিযোগ। বৃহস্পতিবার তাই ওই মহিলা চুঁচুড়ায় অবস্থিত চন্দননগর কমিশনারেটের অফিসে এসে ডিসিপি(সদর) নিধিরানীর দ্বারস্থ হন। শেষমেশ কি হয় সেটাই এখন দেখার।

চন্দননগর থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close