সাত সকালে গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে হুগলির সিমলাগড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে সিমলাগড় যাত্রী প্রতীক্ষালয়ের সামনে মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথ চলতি স্থানীয় মানুষেরা। মৃত ব্যক্তির পরনে ছিল কালো রংয়ের জামা ও সাদা জিন্সের প্যান্ট, তার আনুমানিক বয়স ৪০ বছর । এরপরেই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয় । ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় । মৃত ব্যক্তির পরিচয় এখনো জানতে পারা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হুগলী থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।