Hooghly : শস্য বিমার অর্থ না পেয়ে ব্যাংকে ডেপুটেশন চাষিদের

আরও পড়ুন

ডেপুটেশনের পেপার

আলুর শস্য বিমার না পেয়ে হুগলি সমবায় ব্যাংকে স্মারকলিপি দিলেন চাষিরা। শুক্রবার পান্ডুয়ার তেলিপাড়া সেন্ট্রাল কো-অপারেটিভ ডেপুটেশন দেন কয়েকশো চাষি। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে যোগ দেওয়া চাষিদের অভিযোগ-জাওয়াদ ঘূর্ণিঝড়ে আলু চাষে ব্যাপক ক্ষতি হয় সমগ্র হুগলী জেলাজুড়ে। গত ২০২১-২২ অর্থবর্ষে সংশ্লিষ্ট সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন চাষিরা। সেইসঙ্গে ‘ক্রপ ইন্সুরেন্স’ বা শস্য বিমার কথা উল্লেখও ছিল। সেই বিমার টাকা না পেয়ে শুক্রবার তারা হুগলীর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক এর পাণ্ডুয়া শাখায় ডেপুটেশন দেন। তাদের দাবি- বিমা কোম্পানিকে ১০০ শতাংশ ক্ষতিপূরণ দিতে হবে, নইলে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন। এ বিষয়ে স্থানীয় কৃষক রাজকুমার ঘোষ ঠিক কি বলেছেন শুনুন-

অন্যদিকে আরেক ঋণগ্রহীতা কৃষক বুদ্ধদেব পাল ঠিক কি বলেছেন শোনাব-

অন্যদিকে ব্যাঙ্ক কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তাদের প্রতিক্রিয়া জানা যায়নি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close