আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলী জেলায় আসছেন প্রশাসনিক মিটিংয়ে। তার আগেই বোমা বিস্ফোরণে হাত উড়লো শিশুর। নর্দমা থেকে ময়লা তুলে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। ঘটনাটি ঘটেছে রিষরা আর কে রোডের গোখানা গলিতে। লাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আহত শিশুদের নাম বিজয় ভূঁইয়া, বয়স ১৩। সে বর্তমানে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি আছে। তার হাত উড়ে গেছে। ওপর শিশু অজয় ভূঁইয়া, বয়স ১৪ বছর সে বোমা ফাটার সঙ্গে সঙ্গে আহত অবস্থায় পালিয়ে যায়। রিষড়া পুরসভার উপ-পুরপিতা জাহিদ খান ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তবে সেখানে বোমা এল কি করে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Hooghly : প্রশাসনিক মিটিং-এর আগেই বোমা বিস্ফোরণে আহত ২ শিশু
- Advertisement -