Hooghly: প্রধানের সই জাল করে ওয়ারিশান সার্টিফিকেট ইস্য, ধৃত-১

আরও পড়ুন

পঞ্চায়েত প্রধানের সই জাল করে ওয়ারিশান সার্টিফিকেট দেওয়ায় পাণ্ডুয়া থানার পুলিশ গ্রেফতার করল পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েতের এক কর্মীকে।

সূত্রের খবর, প্রধানের সই জাল করে ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে গ্রেফতার পঞ্চায়েতেরই এক অস্থায়ী কর্মী। ধৃতের নাম সেখ সুরাজুদ্দিন।বাড়ি পান্ডুয়ার মাগুড়া গ্রামে। পান্ডুয়ার পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েত এলাকায় ভিলেজ রিসোর্স পার্সন বা গ্রামীণ সম্পদ কর্মী হিসাবে কাজ করতেন সুরজ।

প্রসঙ্গত, জামালুদ্দিন নামে এক গ্রামবাসীর ওয়ারিশান সার্টিফিকেট করে দেয় সে বলে অভিযোগ।পঞ্চায়েতের পক্ষ থেকে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর শনিবার সুরাজুদ্দিনকে গ্রেফতার করে পাণ্ডুয়া থানার পুলিশ। জামালুদ্দিনের দাবি ,বেশ কিছুদিন আগে তাকে ওয়ারিশান সার্টিফিকেট করে দিয়েছিল সুরজ। তিনি লেখাপড়া জানেন না।তাই আসল নকল বোঝা তার সাধ্য নয়।

পঞ্চায়েত প্রধান তারা রানী রায় বলেন, জাল ওয়ারিশন সার্টিফিকেট করে দেয় সুরজ।মাগুড়ার পঞ্চায়েত সদস্যর কাছে ওই ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে যায় জামাল।সদস্য আমার সই ও সীল যে জাল করে সার্টিফিকেট দেওয়া হয়েছে বুঝতে পেরে পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে।আজ তাকে চুঁচুড়া আদালতে তোলা হয়।

হুগলী থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close