Hooghly: পুর নিগমের প্রচারে এসে তৃণমূল-বিজেপি-কে বিঁধলেন সুজন

আরও পড়ুন

চন্দননগর পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের পুর নিগমের উপ নির্বাচনে সংযুক্ত নাগরিক কমিটি মনোনীত বামফ্রন্ট সমর্থিত প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। এদিন দুর্নীতি প্রসঙ্গে সুজনবাবু বলেন, মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলি-ই নিয়েছেন, তাতে নিজের দলের নেতাদের পকেট ভর্তি হচ্ছে। সিবিআই তদন্তের প্রসঙ্গে সুজন চক্রবর্তী জানান, দলের অভ্যন্তরে টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলার সঙ্গে সঙ্গে রাজ্যে খুন- সন্ত্রাস চলছে, কেন্দ্রীয় সরকারের ‘ অগ্নিপথ ‘ প্রকল্প প্রসঙ্গে সুজনবাবুর মন্তব্য- আমাদের পার্টি এই প্রকল্পকে প্রথম থেকেই সমর্থন করেনি এবং বিজেপি প্রাইভেট আর্মি তৈরি করছে, বর্তমান সরকারের আমলে যে নিয়োগ দুর্নীতি হচ্ছে তা বাম সরকারের আমলে হয়নি । তিনি মুখ্যমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ করেছেন এমন কিছু উদাহরণ দিতে এবং বাম সরকারের আমলে ঘটেছে।

মানিকবাবুর বরখাস্তের প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, লক্ষ লক্ষ টাকা কালীঘাটে দিয়ে এমএলএ- রা টিকিট পেয়েছেন এবং বিধায়কও হয়েছেন। তিনি মানিকবাবুকে গ্রেফতারের দাবিও জানান।

হুগলির চন্দননগর থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close