পুকুর থেকে উদ্ধার হল এক ভ্যান চালকের মৃতদেহ। এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে।
মৃত ভ্যান চালকের নাম শঙ্কুরী ধারা, বয়স আনুমানিক ৫০ বছর।সূত্রের খবর, শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই ভ্যান চালক শঙ্কুরী। আজ সকালে কৃষ্ণরামবাটির কাছে একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় মানুষজন। তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন ডানকুনি থানায়। তবে কি কারনে এই মৃত্যু তা রীতিমতো ধোঁয়াশার সৃষ্টি করেছে পরিবার সহ গোটা এলাকায়। মৃতের ছেলে সুরজিৎ বলেন – ” আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে দেখতে পাই বাবাকে কেউ মেরে ফেলেছে, আমি শুধু বাবার মাথাটা দেখতে পাই ”,তিনি আরও বলেন, তার বাবা সারাদিন বাড়ির বাইরেই থাকতেন। একটু বেশি রাতে বাবা বাড়ি ফিরতেন শুধু ঘুমোনোর জন্য। ফের সকাল হতেই তিনি বেড়িয়ে পড়তেন। পাশাপাশি স্থানীয় এক বাসিন্দা জানান-শুক্রবার থেকেই তাকে আমরা দেখতে পাচ্ছিলাম না আমাদের সন্দেহ হয় যে গাড়ি রয়েছে অথচ মানুষটিকে কোথাও দেখা যাচ্ছে না, এমনটি কোনোদিন হয়নি। তারপর আজ সকাল হতেই পুকুরপাড়ে মানুষ ভিড় জমাতে শুরু করেন। তারপর সেখানে গেলে জানতে পারি-শঙ্কুরীর লাশ পুকুরে ভেসে উঠেছে। তবে কি কারনে এমন রহস্য মৃত্য, প্রশ্ন সর্বত্রই। এমতাবস্তায় গোটা এলাকা সহ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের মর্গে পাঠিয়েছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য। খতিয়ে দেখবে পুলিশ।