Howrah : বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত একাধিক দোকান

আরও পড়ুন

রবিবার কাকভোরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল আটটি দোকান। ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমারের ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায়। এদিন ভোররাতে শালিমার ৫ নম্বর গেট এলাকার কয়েকটি দোকানঘরে বিধ্বংসী আগুন লাগে। আগুন দ্রুত গতিতে আশেপাশের দোকান গুলিতে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকান্ডে কমপেক্ষ আটটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে, খাবারের দোকান, মোবাইলের দোকান-সহ আরও বেশ কয়েকটি দোকানে এই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা সকালে যখন রাস্তায় বের হন তখন তারা ধোঁয়া দেখতে পান। খবর দেওয়া হয় দমকলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বি গার্ডেন থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দারা প্রথমে বাড়ি থেকে বালতি করে জল এনে প্রথমে চেষ্টা চালাতে থাকেন। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায় নি। তবে দোকান গুলি পুড়ে যাওয়ার কারনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক কি কারনে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। দমকলের কর্মীদের প্রাথমিক অনুমনা শর্ট সার্কিট এর কারনে আগুন লেগেছে। সম্পূর্ণ ঘটনার তদন্তের পরই আগুন লাগার সঠিক কারন জানা যাবে।

ফোর্টিন টাইমলাইন, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close