Howrah: যাত্রীসাথী অ্যাপে অ্যাম্বুলেন্সের ভাড়া বাঁধল রাজ্য

আরও পড়ুন

রাজ্য সরকারের যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে এবার অ্যাম্বুল্যান্স পরিষেবাও পাওয়া যাবে। পাশাপাশি রোগী ও তাদের পরিবারের হয়রানি রুখতে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়াও বেঁধে দেওয়া হচ্ছে। যাত্রীসাথী অ্যাপে নির্ধারিত ভাড়ার হারেই গোটা রাজ্যে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবহণ দফতর দফায় দফায় বৈঠক করে এই ভাড়ার হার স্থির করেছে। যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে বেসরকারি নন এসি অ্যাম্বুলেন্সের অক্সিজেন-সহ ভাড়া ১০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ১০০০ টাকা ধার্য করা হচ্ছে। বাতানুকুল অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে ওই ভাড়া হবে ১২০০ টাকা । ১০ কিমির পর প্রতি কিমিতে অতিরিক্ত ২০ টাকা করে ভাড়া যুক্ত হবে। আদুনিক লাইফ সাপোর্ট সিস্টেম যুক্ত বা কার্ডিয়াক অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ১০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ভাড়া ৩৫০০ টাকা স্থির হয়েছে। তারপর থেকে সব অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেই কিলোমিটার পিছু অতিরিক্ত ৬৫ টাকা করে ভাড়া ধার্য করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close