পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ছাদ থেকে ফেলে দিল স্বামী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দ্বারবাসিনী এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম মহম্মদ হাসেম। পরিবার সূত্রে খবর, মহম্মদ হাসেমেরে সঙ্গে মেহেরুন নিশা বিবির ২৯ বছর আগে বিয়ে হয়। তাদের দুই পুত্র সন্তান আছে । তারা বর্তমানে বিবাহিত এবং কর্মসূত্রে দুই ছেলে বাইরে থাকে। অভিযোগ কয়েক বছর যাবত নেশাগ্রস্থ অবস্থায় বাড়িতে এসে দুই বৌমা ও স্ত্রীর সাথে অশান্তি করতো মহম্মদ হাসেম।
আগেও বহুবার মেহেরুন নিশা বিবিকে মারধর করে বলে অভিযোগ পরিবারের। কয়েক বছর আগে ঘটনার কথা পান্ডুয়া থানায় জানালে পুলিশ তাকে ধমকানি দিলে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। কিন্তু কয়েক মাস যাবত আবার পুনরায় মদপ্য অবস্থায় বাড়ি এসে স্ত্রী ও বৌমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় বলে অভিযোগ।
শনিবার রাতেও অশান্তি চড়মে উঠলে স্ত্রী মেহেরুন নিশা বিবিকে একতলা ছাদে নিয়ে গিয়ে উপর থেকে নিচে ঠেলে ফেলে দেয় বলে পরিবার লোকের অভিযোগ। বাড়িতে থাকা দুই বৌমা বাড়ির পিছনে জঙ্গল থেকে শাশুড়িকে উদ্ধার করে প্রতিবেশীদের সাহায্যে, পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে আসে। নেহেরুন নিশা বিবির কোমরে পায়ে ও হাতে গুরুতর চোট হওয়ায় তাকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করেন পান্ডুয়া গ্রামীন হাসপাতালে কর্মরত চিকিৎসক। ঘটনার পর থেকে পলাতক মহম্মদ হাসেম। অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, হুগলি।