Hooghly : মোবাইল ফোন বন্ধক রেখে মদ্যপান! হাতাহাতিতে আহত ৩

আরও পড়ুন

মদ কিনতে দোকানে নিজের মোবাইল ফোন বন্ধক রাখেন এক মাদকাসত্ব ব্যক্তি। পরে তিনি তার মোবাইল নিতে গেলে দোকাদারের সঙ্গে তার বচসা শুরু হয়। বচসার প তাদের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায়। ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলে। খবর পেয়ে ঘটনাস্থলে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, সোমবার রাতে দীপঙ্কর দাস নামে এক মদ বিক্রেতার দোকানে মদ কিনতে যান স্থানীয় বাসিন্দা রঘুবীর যাদব। মদ বিক্রেতা তাকে জানান, তার কাছে ধার মেটালে তবেই নতুন মদের বোতল বিক্রি করবেন। আগের তেরোশো টাকা বাকি ছিল। তাই ধারে মদ দিতে অস্বীকার করেন ওই দোকানদার। রঘুবীর তার মোবাইল জমা রেখে মদ নিয়ে চলে যায়। এরপর রাত দু’টো নাগাদ ওই মদ বিক্রেতার বাড়িতে গিয়ে চড়াও হয় রঘুবীর যাদব। তার বাড়ি গিয়ে দোকানদারের কাছ থেকে মোবাইল ফেরত চান তিনি। দোকানদার তার কাছ থেকে বকেয়া অর্থ দাবি করে। টাকা চাইলে রঘুবীর জানায়, বকেয়া অর্থ সে অনলাইন দিয়ে দেবে। কিন্তু টাকা না দিতে পারায় তাদের দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এরপর তাদের চিৎকার চেঁচামেচি শুরু হতেই স্থানীয় বাসিন্দারা ওই দোকানদারের বাড়িতে হাজির হয়। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন মদ বিক্রেতা দীপঙ্কর দাস, তার মা পরমা দাস ও তার স্ত্রী সীমা দাস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত রঘুবীর দাসকে গ্রেফতার করে।

ফোর্টিন টাইমলাইন, হুগলি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close