ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারী ইউনিয়ন হুগলি জেলার পক্ষ থেকে মিছিল ও ডেপুটেশন হ’ল চুঁচুড়াতে। পঞ্চায়েত কর্মীরা রাজ্য সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত কর্মচারীদের কিছু জলন্ত সমস্যা নিয়ে হুগলীর জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। কর্মচারীরা দাবি করেন- পঞ্চায়েতের অন্তর্ভুক্ত সমস্ত স্থায়ী, অস্থায়ী কর্মচারীদের উপর মানসিক অত্যাচার বন্ধ করতে হবে। পঞ্চায়েত কর্মচারীদের উপর নিয়ম বহির্ভূত অনৈতিক চাপ দেওয়া চলবে না। এর আগেও আমরা জেলা প্রশাসনের কাছে আমাদের বিভিন্ন দাবি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। দুর্ভাগ্যবসত জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিকারের প্রতিশ্রুতি থাকলেও তার কোনও প্রতিকার হয়নি। তারা আরও দাবি করেন- বিভিন্ন রকম মৌখিক নির্দেশ ও হোয়াটসআপের মাধ্যমে ভয় দেখিয়ে পঞ্চায়েত কর্মচারীদের অনৈতিক ও বেআইনি কাজ করানোর অপচেষ্টা বন্ধ করতে হবে। সমস্ত রকম অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের স্হায়ীকরন সহ-প্রতি মাসের বেতন সুনিশ্চিত করতে হবে। এর পাশাপাশি সঠিকভাবে ১০০ দিনের কাজ পুনরায় চালু করতে হবে।
ফোর্টিন টাইমলাইন, হুগলি।