Hooghly : নাবালকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকার বাড়িতে চড়াও পরিবার

আরও পড়ুন

রহস্যজনকভাবে এক কিশোরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হুগলির মগরায়। চলতি মাসের ১৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিল সে। তার নিখোঁজ হওয়ার খবর পুলিশের কাছে দেয় তার পরিবার। রবিবার গভীর রাতে মগরা স্টেশন সংলগ্ন রেললাইন থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। সোমবার তার পরিবার চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে এসে তাদের মৃত ছেলের দেহ শনাক্ত করে। তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার।

সূত্রের খবর, মৃত ওই কিশোরের নাম সুজয় শীল, বয়স ১৭ বছর। তার সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা গেছে। তার সঙ্গে প্রেমের টানাপড়েনের জন্যেই কি খুন হতে হয় সুজয়কে? এই নিয়ে রহস্য দানা বেঁধেছে। সোমবার মর্গে সুজয়ের দেহ শনাক্ত করার পর ওই প্রেমিকার বাড়িতে গিয়ে চড়াও হয় মৃতের পরিবার-সহ স্থানীয় বাসিন্দারা। সেখানে গিয়ে তারা ওই কিশোরীর বাড়ি ভাঙচুর করে সঙ্গে তার পরিবারের সদস্যদের মারধরও করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাদেরকে লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা ইট ছুঁড়তে থাকে। এরপর পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জে শুরু করে। লাঠির আঘাতে গুরুতরভাবে আহত হয় কয়েকজন। তাদেরকে উদ্ধার করে মগরা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পরিস্থিতি এখনও চাঞ্চল্যপূর্ণ হয়ে রয়েছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, হুগলি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close