ভারতীয় জনতা পার্টির জেলা ও মন্ডল নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করতে আসেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার চুঁচুড়া স্টেশন সংলগ্ন বিদ্যাভবন গলিতে একটি বৈঠকের আয়োজন করা হয়।
সূত্রের খবর, চুঁচুড়া স্টেশনের কাছে বিদ্যাভবনে প্রাক পুজো সম্মেলনে দলীয় কর্মীদের বৈঠকে যোগ দিতে আসেন মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদার। মঙ্গলবার বৈঠকে এসে কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী বলেন, “তৃণমূলের সবাই চোর নয়, যারা ভালো, তাদেরই একটা অংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে”। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, “২১ জন নয়, ৩৮ জনের কথা আমি বলেছি, এছাড়া আরও অনেক তৃণমূলের বিধায়ক আছেন, যারা সরাসরি দিল্লির সঙ্গে যোগাযোগ রেখেছে। আমি যে ২১ জনের কথা বলেছি -তাদের কারও সঙ্গে কোনও টাকার কথা হয়নি, তৃণমূলের সবাই চোর নয়। কিন্তু তাদের অনেকেরই দম বন্ধ হয়ে আছে।”
তাঁর কথা অনুযায়ী, তিনি কোনও তালিকা দিয়েছেন কিনা দিল্লিতে সে বিষয়ে মিঠুন আরও বলেন, “এত স্পষ্ট করে আমি বলবো না, আমি প্রটোকল মেনে কথা বলি। শীর্ষ নেতৃত্বকে আমি জানিয়েছি। তাদের নির্দেশে আমি এখানে এসে এই কথা বলছি।” সুকান্ত মজুমদার বলেন, মিঠুনদার কাছে যদি একুশ জনের নাম থাকে তবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ৪১ জনের কম নাম থাকবে না। মিঠুন সেটাকে ব্যাখ্যা করে বলেন, “আমি ব্যক্তিগত কারোর বিরুদ্ধে কথা বলি না, আমি বিজেপি-র মুখপাত্র নই। তবে একটা কথা বলব- আমি টিভিতে দেখেছি শুভেন্দুদা যেটা বলেছেন সেটা কোনও অশ্লীল কথা নয়। ‘গায়ে হাত দেবেন না’ এটা কি অশ্লীল কথা? ‘আপনি মাতৃ সমূহ’ এটা কি অশ্লীল কথা?
হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।