জেলা সফরের তিন দিনের শেষ দিনে অমৃত মহোৎসব যাত্রায় যোগ দান করলেন কেন্দীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার জাঙ্গিপাড়ার বোড়হল মোড় থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। শেষ হয় জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। এই পদ যাত্রায় কেন্দীয় মন্ত্রী স্মৃতি ইরানি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির এককাধিক সাংগঠনিক রাজ্য ও জেলা নেতৃত্বরা। পদ যাত্রা শেষে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ডে একটি পথ সভা করবেন স্মৃতি ইরানি।
এরপর রাজবল হাটে এক বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপর আঁটপুর রামকৃষ্ণ মঠে সাংগঠনিক বৈঠকের পর নতুন ভোটারদের সঙ্গে তিনি আলোচনা সভায় বসবেন বলে খবর।
হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।