Hooghly : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুরাবস্থায় ক্ষুব্ধ অভিভাবকরা

আরও পড়ুন

সমস্যা জর্জর অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শিক্ষিকারা আসেন না, পড়াশোনা শিকেয় উঠেছে, মিড-ডে মিলের চাল-ডালে পোকা, দুর্গন্ধ। এমনই অবস্থা দেখা যাচ্ছে হুগলির পোলবার রাজহাট মিলচিতা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।

সূত্রের খবর, পোলবার রাজহাট মিলচিতা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার, অনিয়মিত স্কুলের পড়াশোনা, শিক্ষিকাদের অনুপস্থিতির বিরুদ্ধে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন যাবত এই অঙ্গনওয়াড়ির চাল-ডালে পোকা, শুধু তাই নয় সঙ্গে দুর্গন্ধও। স্বাভাবিক ভাবেই বাচ্চারা এখানকার খিচুড়ি বা ভাত খেতে পারছে না, ডিমও মাঝে মধ্যেই খারাপ বার হয়। স্কুলের শিক্ষিকারাও নিয়মিত আসেন না বলে অভিযোগ। এক শিক্ষিকা অবশ্য বলেছেন, তার কাছে এমন কোনও অভিযোগ আসেনি, তবে চালের গুণগত মান ভালো বলে তিনি জানান।

হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close