Hooghly : পান্ডুয়ায় পৌঁছে কালীমন্দিরে বিয়ে প্যাট্রিসিয়ার

আরও পড়ুন

প্রেমের টানে বেশ কিছুদিন আগে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বাংলায় পাড়ি দিয়েছিল প্যাট্রিসিয়া। সোমবার সিমলাগড় মন্দিরে প্যাট্রিসিয়া এবং পাণ্ডুয়ার কুন্তলের চার হাত এক হল। মঙ্গলবার পরিণয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন দু’জন।

সূত্রের খবর, প্রেমের টানে প্যারিস থেকে পান্ডুয়ায় এসে এক বাঙালি ছেলেকে বিয়ে করল এক বিদেশিনী। সোমবার রাতে সিমলাগড় কালী মন্দিরে সামাজিক রীতি মেনে বিয়ে হয় তাদের। প্রসঙ্গত, গত ৪ মাস আগে দিল্লিতে কর্মরত অবস্থায় অনলাইন সাইট-এ প্যারিসের বাসিন্দা প্যাট্রিসিয়ার সঙ্গে পান্ডুয়ার যুবক কুন্তল ভট্টাচার্যের পরিচয় হয়।

ভারতে আসার ইচ্ছে ছিল প্যাট্রিসিয়ার। তার সেই ইচ্ছে পূরণ করতে একদিন হঠাৎ কুন্তলকে সারপ্রাইজ দিতে দিল্লি চলে আসে প্যাট্রিসিয়া। সে ফোনে তার ভারতে আসার কথা কুন্তলকে জানালে, কুন্তল তাকে পরের বিমানে কলকাতাতে আসতে বলে। কলকাতায় এসে দু’জনে দেখা করে এবং তাকে নিয়ে পান্ডুয়ার বাড়িতে আসে কুন্তল। এরপরই দীর্ঘ একমাস যাবৎ কলকাতার বিভিন্ন এলাকা ঘুরে অবশেষে সোমবার রাতে বিখ্যাত সিমলাগড় কালি মন্দিরে বিয়ে করে প্যাট্রিসিয়া-কুন্তল। অন্যদিকে প্যাট্রিসিয়ার খুবই ইচ্ছে ছিল- তারা কোনও এক মন্দির থেকে বিয়ে করবেন। সেইমতো সোমবার রাতে সিমলাগড় কালী মন্দিরে দু’জনে বিয়ে করেন। আগামীদিনে দিঘা কিংবা গোয়াতে হানিমুনে যাওয়ার বাসনাও রয়েছে দু’জনের। অবশ্য এই বিয়েতে কুন্তলের বন্ধুরা ছাড়া দুই পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। মন্দিরে এইরকম বিদেশীনি একটি মেয়ের বিয়ে দেখতে ভিড়ও হয়েছিল দেখার মতো।

হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close