Howrah : মাদকদ্রব্য সহ দুই পাচাকারী পাকড়াও

আরও পড়ুন

বেলুড় স্টেশন থেকে মাদকদ্রব্য-সহ দুই পাচাকারীকে আটক করল লিলুয়া থানার পুলিশ। যাত্রীসেজে মাদক পাচারের চেষ্টা করছিল ওই দুই যুবক। লিলুয়া থানার পুলিশ আগে থেকে খবর পেয়ে মাদক পাচারকারীদের ধরে এনেছে। সূত্রের খবর, আগাম খবর পেয়েই তারা ঘোরাঘুরি করতে থাকেন স্টেশন চত্বরে । লোকাল রেল গাড়িতে চেপেই এসেছিল ওই দুই পাচারকারী। তাদের জন্য বাইরে একটি গাড়ি অপেক্ষা করছিল আগে থেকেই। গাড়িতে ওঠামাত্রই লিলুয়া থানার পুলিশ দুটি ব্যাগ ভর্তি মাদকদ্রব্য-সহ ওই পাচাকারীদের আটক করে। তবে মাদকদ্রব্যের পরিমাণ কত এবং বাজার মূল্যই বা কি, এখনও জানা যায়নি। সেইসঙ্গে আরও কেউ এই পাচারকারীদের সঙ্গে যুক্ত আছে কিনা তার খোঁজ খবর শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, বেলুড়, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close