Hooghly: ভাম বিড়াল তাড়াতে সাউন্ড সিস্টেমের দ্বারস্থ রিষড়া পুরসভা

আরও পড়ুন

রবীন্দ্রভবনকে ভামের উপদ্রব থেকে বাঁচাতে অত্যাধুনিক সাউন্ড সিস্টেমের দ্বারস্থ হল রিষড়া পুরসভা। প্রসঙ্গত, বিগত প্রায় পাঁচ বছর আগে হগলির রবীন্দ্রভবনের সংস্কার শুরু হয়। কিন্তু, এর সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ভাম বিড়াল। যার ফলে সমস্যায় পড়েছেন রিষড়ার পুরসভা।

একদিকে এলাকার সংস্কৃতি প্রেমীদের চাপ অন্যদিকে পশু আইনের নিয়ম। যার জেরে চরম বিপাকে রিষড়া পুরসভার প্রশাসন। তবে সবকিছুকে ছাপিয়ে ভাম বিড়াল তাড়াতে রিষড়া পুরসভা অত্যাধুনিক সাউন্ড সিস্টেমের দ্বারস্থ হলো। আর এই সাউন্ড সিস্টেম নিয়েই এলাকার মানুষেরা বিভিন্ন সমস্যায় পড়েছেন। স্থানীয় সংস্কৃতি প্রেমীরা রিষড়া পুরসভার এই উদ্যোগে খুশি। তাদের দাবি, কোনও প্রকারে তাদের সাধের রবীন্দ্রভবন যেন খোলা হয়। তবে ভাম তাড়াতে ইতিমধ্যেই যে পশু প্রেমীর দ্বারস্থ হয়েছে রিষড়া পুরসভা সেই চন্দন ক্লেমেন্ট সিং-এর দাবি এভাবে সকলেই যদি সাউন্ড সিস্টেম ব্যাবহার করে তাহলে অবশেষে প্রানীদেরই ক্ষতি হবে। সাধারণ মানুষও বাড়িতে এধরনের প্রযুক্তু ব্যাবহার করলে জীবন সংশয়ে পরবে প্রানীরা।

এই নিয়ে নৃত্যশিল্পী মিঠুন রায় বলেন,”রবীন্দ্রভবন প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে বন্ধ আছে। ফলে, আমরা শিল্পীরা অনেক সমস্যায় পড়েছি। আমাদের একটাই আবেদন রবীন্দ্রভবন যেন যত তাড়াতাড়ি সম্ভব খোলা হয়”।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close