সময় মতো রেলগাড়ি না চলায় সোমবার রেলগাডি অবরোধ করে বিক্ষোভ দেখালেন রেলগাড়ির যাত্রীরা। ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়া, খন্যান ও তেলান্ডু স্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত রেলগাড়ি অবরোধ চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
সূত্রের খবর, ইস্টার্ন রেলের শক্তিগর ও রসুলপুরে তৃতীয় লাইন সংস্করণের জন্য রেলগাড়ি চলাচল বন্ধ। এছাড়াও কলকাতা ও শিলচর শিয়ালদা রেলগাড়িগুলি ওই দিনগুলিতে আজিমগঞ্জ রুটে চলছে। ইস্টার্ন রেল কর্তৃপক্ষ থেকে এমনই এক নোটিশ জারি করা হয়। গত ৩ সেপ্টেম্বর থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই ব্লকের ফলে একাধিক হাওড়া-বর্ধমান মেন ও কর্ড লাইন শাখার রেলগাড়ি বাতিল করা হয়েছে এবং মেমারি ও মশাগ্রাম স্টেশনে বেশ কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে বেশকিছু দূরপাল্লার রেলগাড়িকে বিভিন্ন রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সোমবার হুগলির পাণ্ডুয়া, খন্যান ও তেলান্ডু স্টেশনে রেল অবরোধে পাথর বৃষ্টিও করে বিক্ষোভ দেখান তারা। প্রায় দেড় ঘন্টা যাবত চলছে এই অবরোধ। বিক্ষোভকারীদের দাবি, স্পেশাল রেলগাড়ির সংখ্যা বাড়ানোর দাবিতে এই অবরোধ করা হচ্ছে। তবে কখন রেলগাড়ি অবরোধ ওঠে টা অবশ্য সময়ই বলবে।
হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।