অপহরণের কিছুক্ষণ বাদেই অপহৃত উদ্ধার। উল্লেখ্য,এক সিভিল ইঞ্জিনিয়ারকে অপহরণ করে কয়েকজন দুষ্কৃতী। অপহরণের পর মুক্তিপণ চেয়ে তার পরিবারের কাছে হুমকি ফোন আসে। টাকা দিতে গিয়ে এক দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেন তারা। এরপর, সেই সিভিল ইঞ্জিনিয়ার অপহরণের ১২ ঘন্টা পর তাকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় থানা এলাকায়।
সূত্রের খবর, সেই সিভিল ইঞ্জিনিয়ারের নাম ভাস্কর মাজি। শনিবার সকালে অফিস যাওয়ার পথে কয়েকজন দুষ্কৃতী মাইল তাকে অপহরণ করে। অপহরণের পরেই সেই দুষ্কৃতীদের থেকে মুক্তি পণ-এর জন্য ফোন আসে। তারা ২ লক্ষ টাকার দাবি জানায়। একসঙ্গে এতও বিপুল পরিমাণ অর্থ তারা জোগাড় করতে পারবেন না বলে জানান। টাকার পরিবর্তে জমির দলিল নিয়ে যেতে বলে দুষ্কৃতীরা।
পরিবারের দাবি, প্রতিদিনের মতো সকালে অফিসের জন্য বার হয়েছিলেন ভাস্কর। হঠাৎই তাদের কাছে ২ লক্ষ টাকার দাবি জানিয়ে মুক্তি পণ-এর ফোন আসে। মোটা অঙ্কের অর্থ দিতে না পারার অক্ষমতার কথা জানালে অপহরণকারীরা জমির দলিল নিয়ে একটি মোড়ে আসতে বলে। সেখানে সেই অপহরণকারী এবং পরিবারের মধ্যে বচসা শুরু হয়। এরপর পরিবারের একজন সেই অপহরণকারীকে ধরে পুলিশের কাছে নিয়ে যায়। ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পর বাগুইআটি থেকে ভাস্করকে উদ্ধার করে ডোমজুড় থানার পুলিশ। অপহরণের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেলা আদালতে পেশ করা হলে ৮ দিনের জেল হেফাজতের আদেশ দেওয়া হয়।
ফোর্টিন টাইমলাইন, হাওড়া।