Howrah: ইংরেজির নতুন বছরে ৪৫ দিন বাড়তি ছুটি পাবেন রাজ্য সরকারি চাকুরেরা

আরও পড়ুন

রাজ্য সরকারি কর্মীরা আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে মোট ৪৫ দিন ছুটি পাবেন। এর মধ্যে এন আই অ্যাক্ট-এর আওতায় ২০২৪ সালে ছুটি থাকবে মোট ২২ দিন। সেই সঙ্গে রাজ্য সরকারের নিজস্ব ২৩ দিন ছুটি ধার্য করা হয়েছে। জরুরী পরিষেবা ব্যতিরেকে রাজ্যের সমস্ত সরকারি দফতর, সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা এই ছুটির সুযোগ পাবেন। ২০২৪ সালে দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাবে চতুর্থীর দিন থেকেই। চতুর্থী হল সোমবার। তার আগে শনিবার ও রবিবার এমনিই সাপ্তাহিক ছুটি। ফলে ৫ অক্টোবর দ্বিতীয়ার দিন থেকে পুজোর ছুটি কার্যত শুরু হয়ে যাবে। আবার লক্ষ্ণী পুজো হল ১৬ অক্টোবর। কিন্তু লক্ষ্ণী পুজোর জন্য অতিরিক্ত আরও দু’দিন ছুটি থাকবে। অর্থাৎ ১৯ অক্টোবর পুজোর পর সরকারি অফিস খুলবে। মানে পুজোতে টানা ২ সপ্তাহ ছুটির সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা। এনআই অ্যাক্ট অনুযায়ী দোলযাত্রায় ছুটি থাকবে ২৫ মার্চ। রাজ্য সরকার ২৬ মার্চ ছুটি দিয়েছে। আর ২৩ ও ২৪ মার্চ হল শনি ও রবিবার। ফলে টানা চারদিনের সুযোগ থাকছে দোল উপলক্ষ্যে। অন্যদিকে, ১২ জানুয়ারি শুক্রবার স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী। সেদিন ছুটির সঙ্গে আর দুদিন বাড়তি ছুটি পাওয়া যাবে। কারণ তারপরের দুদিন শনি ও রবিবার। এমনভাবে পুজোর পরও বাড়তি ছুটির একাধিক সুবিধা মিলবে।

হাওড়ার নবান্ন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close