বৃহস্পতিবার দেশের রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু বিজয়ী হওয়ায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আদিবাসী নৃত্যের মাধ্যমে বিজয় মিছিল করলেন। দেশের বিভিন্ন স্থানে তাঁর জয় উদযাপন করা হয়। বিজয়ী প্রার্থী দ্রৌপদী মুর্মুকে মন থেকে অভিনন্দন জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষ-সহ দেশের জনগন।
বিজেপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জয়। সেই কারনে হুগলির উত্তরপাড়া মন্ডল বিজেপির উদ্যোগে এলাকায় ঘুরে ঘুরে সবাইকে মিষ্টি খাওয়ানো হয়। শুধু মিষ্টিমুখই নয়, একে অপরের মুখে আবীর মাখিয়ে দ্রৌপদী মুর্মুর জয়কে উদযাপন করা হয়। মন্ডল সভাপতি সঞ্জয় বণিক বলেন, “আজ এক সবচেয়ে বড় খুশির দিন। তাই, সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই মিষ্টি বিতরণ করা হল।”
হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।