Hooghly : রেললাইন থেকে উদ্ধার নিখোঁজ নাবালিকার মৃতদেহ, পুলিশ নিষ্ক্রিয়, মন্তব্য বিজেপি নেত্রীর

আরও পড়ুন

দশমীর সকালে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় হুগলির শেওড়াফুলির রেললাইনে। মৃত ওই কিশোরীর নাম রুবি কুমারী। ১৪ বছর বয়সি ওই নাবালিকা শেওড়াফুলির খড়পাড়ার বাসিন্দা।

সূত্রের খবর, নবমী অর্থাৎ মঙ্গলবার রাতে পাড়ারই এক যুবক সেখ রাজার সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল রুবি। তারপর থেকেই সে বাড়ি ফেরেনি। সারা রাত নিখোঁজ থাকার পর দশমীর দিন ভোরে শেওড়াফুলি স্টেশন এর ৩ এবং ৪ নম্বর রেলগেটের মাঝে রেললাইনের ওপর রুবির ছিন্নভিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখে জিআরপি। এমন ঘটনা সামনে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। রুবি কুমারীর পরিবারের সদস্যদের অভিযোগ, সেখ রাজা নামে ওই যুবক খুন করেছে রুবিকে।

গোটা ঘটনার পুলিশি গাফিলতির অভিযোগে রবিবার মৃতের বাড়িতে আসে বিজেপির এক প্রতিনিধি দল। সেই দলের এক নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল মৃতের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং পরে শেওড়াফুলি জিআরপি-তে যান।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এমন ঘটনায় তিনি মর্মাহত। গোটা ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। তদন্ত ঠিক মত হচ্ছে না। চলতি মাসের গত ৪ তারিখের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট দিতে পারেনি।

হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close