Hooghly : মেয়েকে স্কুল থেকে বাড়ি আনার পথে গাড়ির ধাক্কায় আহত বাবা

আরও পড়ুন

নিজের মেয়েকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরানোর পথে গাড়ির ধাক্কায় জখম হলেন বাবা। অল্পের জন্য রক্ষা পায় মেয়েটি। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনির কালিপুরে। এঘটনা ঠিক যেনও সদ্য সবাইকে ছেড়ে চলে যাওয়া ছোট্ট সৌরনীলের মর্মান্তিক মৃত্যুর কথা মনে করিয়ে দিল।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে নিজের মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী প্রাপ্তি বেরাকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন বাবা দেবাশিস বেড়া। সেই সময় একটি পণ্যবাহী লড়ি এসে তাদের সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি ছুটে এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। তবে অল্পের জন্য বেঁচে যায় প্রাপ্তি। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে তাদের পরিবারের মধ্যে। স্থানীয় মানুষ ট্রাফিক পুলিশকে আরও কর্তব্য পরায়ণ হওয়ার আহ্বান জানিয়েছেন।

ফোর্টিন টাইমলাইন, ডানকুনি, হুগলি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close