দফায় দফায় হকার বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল ডানকুনি স্টেশন চত্বর। বুধবার সকালে আরপিএফ-এর একজন জল বিক্রেতা হকারকে আটক করাকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত হয়।
সূত্রের খবর, হকার ইউনিয়নের অভিযোগ, সেই হকারকে আরপিএফ আইন বহির্ভূতভাবে অতিরিক্ত ফাইন করে এবং হেনস্তাও করে। এরপর থেকেই দফায় দফায় হকার ইউনিয়নের নেতাকর্মীরা ডানকুনি স্টেশন চত্বরে বিক্ষোভ দেখতে শুরু করে। তারা এরপর আরপিএফ-এর অফিসে ভাঙচুর চালায় বলে জানা গেছে। সন্ধ্যে থেকে আবারও আরপিএফ-এর অত্যাচারের বিরুদ্ধে হকার ইউনিয়নের নেতাকর্মীরা বিক্ষোভ নামে। রাতে হকার ইউনিয়নের কর্মীরা রেল লাইনের ওপর শুয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ডানকুনি স্টেশন চত্বর। রেল ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবং বিক্ষোভের মোকাবিলার জন্য প্রচুর আরপিএফ কর্মী মোতায়েন করে হাওড়া ডিভিশন।
ফোর্টিন টাইমলাইন, হুগলি।