লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর সাফল্যের পাশাপাশি পিছিয়ে পড়া আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা এবার ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হবে রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এবারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতার রেড রোডে প্রস্তাবিত কুচকাওয়াজের অনুষ্ঠান রাজ্য সরকার আরও বর্নময় করে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দফতরের সঙ্গে একাধিক প্রস্তুতি বৈঠক করেছেন। সব দফতরকে নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করার কথা বলা হয়েছে। সেই বৈঠকে রাজ্যের উন্নয়নমূলক কাজকে ট্যাবলোর মাধ্যমে তুলে ধরার পরিকলপনা করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর আগে আগে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে রাজ্যের পক্ষ থেকে বাংলার দুর্গা পুজোকে ট্যাবলো আকারে প্রদর্শিত করা হয়েছিল। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাংলার উন্নয়নমূলক কাজকে তুলে ধরা রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নবান্ন সূত্রে আরও জানা গেছে- স্বাধীনতা দিবসের দিন সকাল সাড়ে দশটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। তারপর থাকবে স্কুলের পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজ। কুচকাওয়াজে সামিল হবেন কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী উইনার্সের সদস্যরাও। এবার স্বাধীনতা দিবসে রাজ্যের ছ’জন আইপিএস অফিসারকে পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী। এই পুরস্কারকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস এবং চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস। চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পাচ্ছেন একজন। তিনি হলেন পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি এবং আইজিপি ত্রিপুরারি অথর্ব। চিফ মিনিস্টারস পুলিশ মেডেল পাবেন পাঁচজন। তাঁদের মধ্যে আছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রাজবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।
এদিকে স্বাধীানতা দিবস উপলক্ষ্যে রেড রোড-সহ গোটা কলকাতায় নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে এখন থেকেই।
এই প্রসঙ্গে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ ও ১৩ অগস্ট ভোর ৫টা থেকে বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে রেডরোড এবং সংলগ্ন কয়েকটি রাস্তা। পাশাপাশি ১৪ তারিখ রাত ১০টা থেকে ১৫ তারিখ দুপুর ১২টা বা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্তও বন্ধ রাখা হবে রেড রোড। এ ছাড়াও ১৫ তারিখ সকাল ৮টা থেকে গুরু নানক সরণী বা মেয়ো রোডেও যান চলাচল বন্ধ রাখা হবে। শুধু ছাড় দেওয়া হবে প্যারেডের জন্য আসা গাড়িগুলিকে। পাশাপাশি সকাল ৬টা থেকে দুপুর ১২টা বা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বেশকিছু রাস্তায় পণ্যবাহী যানবাহনের চলাচলও বন্ধ রাখা হবে। এখানেই শেষ নয়, আরও বেশ কিছু রাস্তা যেমন, হেস্টিং ক্রসিং থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত খিদিরপুর রোড, আর আর অ্যাভিনিউ, প্ল্যাসি গেট রোড, কিংসওয়ে, ডাফরিন রোড, আউট্রাম রোড, এসপ্ল্যানেড ব়্যাম্প ও পশ্চিম গভর্নমেন্ট প্লেসে (শুধু দক্ষিণমুখী গাড়ি) সকাল ৬টা থেকে দুপুর ১২টা বা প্যারাড শেষ হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে গাড়ি চলাচল। কলকাতার স্বাধীনতা দিবস উপলক্ষে যে সাজো সাজো রব শুরু হয়েছে, তা হলফ করে বলে দেওয়া যায়।
হাওড়ার নবান্ন ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।