Howrah: সিভিল সার্ভিসের কোচিং সেন্টারের সঙ্গে গাড়ছড়া বাধা নিয়ে বিতর্কে রাজ্য

আরও পড়ুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পরেই বিতর্কের মুখে রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার কোচিং সেন্টার। শুক্রবার-ই নবান্নে মুখ্যমন্ত্রী সত্যেন্দ্র নাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের শুভসূচনা করেন। স্টাডি সেন্টার পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয় খান স্টাডি গ্রুপকে। আর তাতেই বিতর্ক দানা বেঁধেছে খান গ্রুপের সঙ্গে গাঠছড়া বাঁধা নিয়ে। খান স্টাডি গ্রুপের বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে অন্যায্য বাণিজ্য অনুশীলনের অভিযোগ রয়েছে । গত নভেম্বর মাসে সি সি পি এ বা কনজিউমার ওয়াচডগ সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটি খান স্টাডি গ্রুপকে ৫ লক্ষ টাকার জরিমানা করেছে। গতকালই বিজ্ঞপ্তি জারি করে খান স্টাডি গ্রুপের সঙ্গে গাঁঠছড়া বাঁধার কথা জানায় নবান্ন।

হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close