Hooghly : স্ত্রী-সহ সৎ মেয়ে-কে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের !

আরও পড়ুন

নিজের স্ত্রী এবং সৎ মেয়েকে খুন করে আত্মহত্যা করার চেষ্টা করল এক যুবক। ঘটনাটি ঘটেছে হুগলির কামারপুকুরে। পুলিশ এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘর থেকে তাদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত ওই যুবককে ভর্তি করানো হয়েছে আরামবাগ হাসপাতালে।

সূত্রের খবর, অভিযুক্তের নাম মৃণাল দত্ত। কামারপুকুরের মধুবাটি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি এবং তার স্ত্রী শিল্পা দত্ত। সঙ্গে থাকত শিল্পার প্রথমপক্ষের মেয়ে অদ্রিজাও। শিল্পা গোঘাটের বাসিন্দা। নদিয়ার বাসিন্দা মৃণাল দত্ত। সোমবার সকালে অদ্রিজার গৃহশিক্ষিকা পড়াতে গিয়েছিলেন। কিন্তু কারও সাড়াশব্দ না পেয়ে ফিরে যান তিনি। ফের বেলা ১০টা নাগাদ অদ্রিজার স্কুলের পুলকারের চালকও ডাকাডাকি করে ফিরে যান। দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর তারা শিল্পার বাড়িতে খবর দেন। গোঘাট থানার পুলিশকেও তাদের তরফে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢুকে শিল্পা এবং অদ্রিজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের পাশেই মৃণালকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তারা।

পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে স্বামী মৃণাল দত্ত তার স্ত্রী এবং সৎ মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে নিজে আত্মহত্যা করার চেষ্টা করেছে। আহতকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে তারা।

ফোর্টিন টাইমলাইন, হুগলি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close