Hooghly: একই লাইনে মুখোমুখি দুটি রেলগাড়ি, দুর্ঘটনা এড়ালো রেল

আরও পড়ুন

এ যেন এক অদ্ভুত ঘটনা ! একই লাইনে চলে এসেছে মুখোমুখি দুটি রেলগাড়ি। ঘটনাটি ঘটেছে হুগলি রেল স্টেশনে। ঘড়িতে তখন সন্ধ্যে ৭টা। স্টেশনের ২নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া-বর্ধমান আপ-এর একটি রেল গাড়ি। রেলগাড়িটি ব্যান্ডেলের দিকে ক্ষণিকটা এগিয়ে দাঁড়িয়েও যায়। ঠিক সেই সময় ২নম্বর প্লাটফর্মে হাওড়া থেকে ৬টা ৫-এ ছাড়া আপ কাটোয়া লোকাল ঢুকে যায়।

এমন পরিস্থিতিতে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে রেলস্টেশন চত্বরে। একই লাইনে দুটি গাড়ি দেখে অনেকের মধ্যেই আতঙ্ক ছড়ায়। নতুন সিস্টেমে ট্রেন দুর্ঘটনার প্রবণতা কমবে। কিন্তু তার পরদিনেই এধরনের ঘটনায় তাজ্জব নিত্য যাত্রীরা। কি কারনে একই লাইনে দুটি রেলগাড়ি চলে এলো সে বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close