রবিবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে। বাঁকড়া ফাঁড়ির পুলিশ এসে উদ্ধার করে ওই যুবকের দেহটি। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এটি খুন নাকি আত্মহত্যা ? তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, মৃত ওই যুবকের নাম আনারুল। বয়স ৩৫ বছর। মৃত ওই যুবক জলার বাসিন্দা। ইমারতের দ্রব্য বিক্রির গোলায় কাজ করতেন আনারুল। স্থানীয় বাসিন্দারা রবিবার সকালে বাঁকড়া পশ্চিমপাড়ায় একটি দোকানের সামনে আনারুলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বাঁকড়া ফাঁড়ির পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ।এরপর ওই যুবকেরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে। খুন নাকি আত্মহত্যা তারও তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে আনারুলের কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে এই স্বাভাবিক আত্মহত্যা নাকি অন্যকিছু ! অন্যদিকে মৃতদেহের নাক ও মুখ দিয়ে রক্তের দাগ ছিল বলে খবর।
ফোর্টিন টাইমলাইন, হাওড়া।