চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আজ উইনার্স টিম তৈরি করা হল। জানা গিয়েছে, এই স্কোয়াডে ১০ টি স্কুটি নিয়ে ২০ জন মহিলা পুলিশ কর্মী থাকবেন। উত্তরপাড়া থেকে চুঁচুড়া গোটা চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় মূলত মহিলাদের সুরক্ষার জন্য টহল দেবেন তাঁরা। চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ জানিয়েছেন, রাস্তাঘটে মহিলাদের যাতে অসুবিধার মুখে না পড়তে হয়, তাদের সুরক্ষার কথা ভেবেই তৈরি করা হয়েছে এই উইমেন্স উইনার্স টিম।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা, শিলিগুড়ি, বীরভূম এবং রাজ্যের আরও বেশ কয়েকটি জেলার পর এবার চন্দননগরে তৈরি হল এই মহিলা পুলিশ বাহিনী। এদিন এই উইমেন্স উইনার্স টিমের উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। মূলত চন্দননগর এবং শ্রীরামপুরে মোতায়েন থাকবে এই মহিলা বাহিনী। তাদের মধ্যে ১০ জন মহিলা কনস্টেবল থাকবে চন্দননগরে এবং বাকি ১০ জন নজরদারি চালাবে শ্রীরামপুরে।
কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার খবর পেয়ে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারেন, তার জন্য এই ২০ জন মহিলাকে ১০ টি করে স্কুটি প্রদান করা হচ্ছে। মহিলাদের সাধারণ নিরাপত্তা থেকে শুরু করে সাইবার নিরাপত্তা সবটারই দায়িত্ব থাকবে এই উইনার্স টিমের। এই টিম তৈরির ফলে নারীরাও নিজেদের সুরক্ষিত মনে করবে এবং কোনও সমস্যায় পড়লে নির্দ্বিধায় তারা অভিযোগ জানাতে পারবেন।