Howrah : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পড়ুয়ার

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় ল্যাম্পপোস্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সপ্তম শ্রেণির ছাত্রীর। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের নরেন্দ্রপুর গ্রামে। মৃতের নাম তৃষা ধক। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন যাবত ওই ল্যাম্পপোস্টের আর্থিং -এর তার খোলা অবস্থায় পড়ে ছিল। বিদ্যুৎ দফতরে খবর দিয়েও কোনও লাভ হয়নি। বিপজ্জনকভাবে খোলা অবস্থাতেই পড়ে ছিল বিদ্যুতের তার। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খোলা তারের সংস্পর্শে আসে তৃষা, পরে যন্ত্রনায় কাতরাতে থাকে। বিষয়টি স্থানীয়রা লক্ষ্য করলে তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।

ফোর্টিন টাইমলাইন, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close